নিজস্ব প্রতিবেদক, সিংড়া
সিংড়া বারুহাস ডুবন্ত এ সড়ক পর্যটকদের বিনোদনের জন্য নজর কাড়ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর প্রচেষ্টায় নির্মিত এ সড়ক অবহেলিত চলনবিলবাসির জীবনযাত্রার মান বদলে দিয়েছে, তেমনি পর্যটকদের আকর্ষণ বাড়ছে।
নাটোর সদর থেকে ১৮ কিলোমিটার দূরে সিংড়া উপজেলা। সিংড়া বাসস্ট্যান্ড থেকে একটু উত্তরে বালুয়া বাসুয়া মোড়, বর্তমানে এ মোড় চলনবিল গেট নামে পরিচিত লাভ করেছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলনবিলবাসির কষ্ট অনুভব করে একনেক এ অনুমোদন করেন। ২১ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে।
প্রতিদিন সাবমার্সিবল সড়কে দর্শনার্থীদের সমাগম ঘটে। বিশেষ করে ছুটির দিনে ভীড় বেশি হয়। কথা হয় কয়েকজন দর্শনার্থীদের সাথে তারা উচ্ছাস প্রকাশ করে বলেন, অবসরে চলনবিল তাদের প্রাণ ভরে দেয়। প্রকৃতি ও পরিবেশে মিশে একাকার হয়ে যায়। কেউ কেউ তিশিখালি মাজার দেখতে আসেন। সেখানে মানত করতে আসেন।
প্রতি শুক্রবার অনেকে মানত করতে আসেন। অনেকে চলনবিলের প্রাকৃতি দৃশ্য উপভোগ করতে স্বপরিবারে ছুটে আসেন।
আরও দেখুন
সিংড়ায় ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় এমবিবিএস ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ায় এক ব্যক্তিকে ১ লক্ষ …