বৃহস্পতিবার , অক্টোবর ১০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়া থেকে মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

সিংড়া থেকে মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
সিংড়া থেকে মাদক মামলার আসামী হৃদয় হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যে সাড়ে সাতটার দিকে উপজেলার বালুয়া বাসুয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, র‌্যাবের একটি অপারেশনাল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাটোর জেলার সিংড়া থানার মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী  হৃদয় হোসেন উপজেলার নিজ গ্রাম বালুয়া বাসুয়ায় অবস্থান করছে। এসময় র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক….. নাটোরে পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। …