নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলতাব হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, জেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন আল আজাদ সানা প্রমুখ।
আরও দেখুন
সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুকুরের পাড় থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার …