শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / সিংড়ার চৌগ্রামে সরকারি খাল সেচে মাছ শিকার করছে প্রভাবশালীরা

সিংড়ার চৌগ্রামে সরকারি খাল সেচে মাছ শিকার করছে প্রভাবশালীরা

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়ার চৌগ্রামে সরকারি খাল সেচে মাছ শিকার করছে প্রভাবশালীরা। মঙ্গলবার সকাল থেকে নাটোর বগুড়া মহাসড়কের পাশে চৌগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি সড়কের ধার কেটে খাল শুকানোর জন্য বাঁধ দিচ্ছে স্থানীয় জেলে বাবু। এতে স্থানীয় জনগণের চলাচলের অনেক অসুবিধা হচ্ছে বলে জানা যায়। বাবু জৌগ্রাম এর জিয়ানি পাড়ার শুক্রা আলীর ছেলে।

এলাকাবাসী দাবি, চলাচলের রাস্তাটি আগের মত করে দেওয়া হোক, জেলে বাবু কে বার বার নিষেধ করা সত্ত্বেও সে গায়ের জোরে রাস্তা নষ্ট করে সরকারি খাল শুকিয়ে মাছ শিকার করবে বলে জানিয়েছে। এই জন্য বাঁধ দিয়ে রাস্তা নষ্ট করছে। ভুক্তভোগীরা স্থানীয় চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলার কাছে সুষ্ঠু সমাধান আশা করেছে ।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …