নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ার আত্রাই নদীর ৫টি স্থানে অবৈধ সোঁতি অপসারণ

সিংড়ার আত্রাই নদীর ৫টি স্থানে অবৈধ সোঁতি অপসারণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
সিংড়ার আত্রাই নদী থেকে ৫টি অবৈধ সোঁতি জাল সহ বেড়া অপসারণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এর নেতৃত্বে ব্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এই অবৈধ বাঁস্থাপনা অপসারণ করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার জানান, চলনবিলের আত্রাই নদীর বিভিন্ন স্থানে অবৈধ সোঁতি বাঁধ দিয়ে পানি আটকে ছোট-বড় পোনা মাছ নিধন করছিল প্রভাবশালীরা। শনিবার সকাল থেকে আত্রাই নদীর কতুয়াবাড়ি, বিলদহর, কালিনগর, নুরপুর ও নাছিয়ার কান্দি এলাকায় অভিযান পরিচালনা করে এসব বাধা অপসারণ করা হয়। এসব এলাকা থেকে ৫টি অবৈধ সোঁতি অপসারণ ও কারেন্ট জাল আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহুরুল হক, এসআই রফিকুল ইসলাম প্রমুখ।

আরও দেখুন

সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর)নাটোরের সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে …