রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় ৪ জুয়াড়ি আটক

সিংড়ায় ৪ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবী পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জন জুয়াড়িকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় এক অভিযানে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন বিলদহর গ্রামের মিফির আলীর ছেলে খুশু আলী(৬০) ও মওয়ালাল(৫০), মৃত সদের প্রাং এর ছেলে ফজলাল(৪০) এবং মৃত আকুর ছেলে আজিজুল হক (৩৬)।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন হলে বিলদহর মৎস্যজীবী পাড়া খোদেজানের বাড়িতে হাজার হাজার টাকা দিয়ে জুয়া খেলা চলছিলো, এতে এলাকায় বড় ক্ষতি হয়ে যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, আমি ফোনে শুনেছি, সত্যিকারের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, চামারী ইউনিয়নে কোনো মাদক সেবনকারী ও জুয়াড়ির স্থান নেই।

এই বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলতেছে।

আরও দেখুন

আমরা ক্ষমতায় থাকতে নাটোর বাসীর সকল দাবি পূরণ করেছি -দুলু

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস …