বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / সিংড়ায় সিআরআইজি বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ ও প্রতিবন্ধী বিদ্যালয় ভবনের উদ্বোধন

সিংড়ায় সিআরআইজি বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ ও প্রতিবন্ধী বিদ্যালয় ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় সি আর আই জি বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ও সিংড়া প্রতিবন্ধী বিদ্যালয় ভবনের উদ্বোধন। নাটোর প্রতিনিধি নাটোরের সিংড়ায় আর আই জি বাংলাদেশ কর্তৃক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ও সিংড়া প্রতিবন্ধী বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সোহাগ বাড়ি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এই ভবন উদ্বোধন ও শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই ভবন উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চায়না রেলওয়ে আন্তর্জাতিক গ্রুপ অফ কোম্পানি(সিআরআইজি) লিমিটেড এর নির্বাহী প্রতিনিধি জাং জিয়াওলিয়াং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে ৬ লাখ টাকা ব্যয়ে সোহাগ বাড়ি সিংড়া প্রতিবন্ধী বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়। অবশেষে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুই হাজার কম্বল ও ২ হাজার মাফলার বিতরণ করা হয়।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …