সোমবার , এপ্রিল ২১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

সিংড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
দুটি অরাজনৈতিক সেবামূলক সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে নাটোরের সিংড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডের দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু পরিষদ, সিংড়া পৌর শাখার আহ্বায়ক শাহরিয়ার পায়েল। এটি ছিল তাদের দ্বিতীয় ক্যাম্পেইন।

কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কিয়ামত আলী, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জামসেদ আলী, সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম সরকার। আরো উপস্থিত ছিলেন ফিরোজ সরদার, জিল্লুর রহমান, শান্তনু কুমার সাহা প্রমুখ।

শীতার্ত দুস্থ মানুষদের শাহরিয়ার পায়েল বলেনন, আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা শুধু আপনাদের কষ্ট লাঘবের জন্য, ক্রমান্বয়ে আমারা পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে আপাতত ৫০ টি করে কম্বল দিতে চাই, উক্ত কার্যক্রমের আওতায় যদি কেউ বাদ পরে যায় অথবা আমাদের নজরে না আসে তারা তাদের নাম ঠিকানা আমাদের দিতে পারবেন এবং জানুয়ারি নাগাদ আমরা বাদ পরে যাওয়া সবার হাতে কম্বল তুলে দিয়ে এ কঠিন শীত মোকাবিলায় পাশে থাকবো ইনশাআল্লাহ।

আরও দেখুন

বড়াইগ্রামে ফসলী জমিতে পুকুর খননের দায়ে ১ জনের ২মাসের জেল সহ ৫ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে তিন ফসলী জমিতে পুকুর খননের দায়ে একজনকে ৫ লক্ষটাকা জরিমানা অনাদায়ে …