নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় শালিসে রফার চেষ্টা ব্যর্থ, অতঃপর ধর্ষণ মামলা

সিংড়ায় শালিসে রফার চেষ্টা ব্যর্থ, অতঃপর ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
সিংড়ায় শালিসে রফার চেষ্টা ব্যর্থ, অতঃপর ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে ধর্ষকের বিরুদ্ধে। ১২ সেপ্টেম্বর উপজেলার দুর্গম পল্লী মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে ধর্ষণের ঘটনাটি গ্রাম্য শালিসে রফা করতে কালক্ষেপন করেন বলে স্থানীয় এক সাবেক ইউপি সদস্য ও গ্রাম্য মাতবরদের একটি পক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রফা না হওয়ায় সোমবার গভীর রাতে ধর্ষিতার মা স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহায়তায় সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও এলাকাবাসী জানান, ধর্ষিতা একজন স্বামী পরিত্যাক্ত । অল্প সময়ের ব্যবধানে বাবা ও একমাত্র ছেলেকে হারিয়ে তার কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। ঘটনার দিন দুপুরে মায়ের অনুপস্থিতিতে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক জয়নাল হোসেন। বিষয়টি এলাকার কয়েকজন দেখে ফেলায় ওই যুবক তার ব্যবহৃত মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে রফার জন্য পরপর পাঁচ বার বসা হলেও ওই যুবক জয়নাল হোসেন অনুপস্থিত থাকায় সোমবার গভীর রাতে সিংড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, ‘বিষয়টি আপস হওয়ার কথা ছিল। তাই মামলা করতে দেরি হয়েছে। আর ধর্ষিতা মহিলা একজন স্বামী পরিত্যাক্তা ও অভিভাবকহীন। তার মাথায় কিছুটা সমস্যার কারণে আমরাও সিদ্ধান্তহীনতায় ছিলাম।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে দোষী যুবকের উপযুক্ত বিচার দাবি করছি।’ সিংড়া থানার তদন্ত পরিদর্শক নেয়ামুল আলম বলেন, ‘মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।’

আরও দেখুন

সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর)নাটোরের সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে …