বৃহস্পতিবার , ডিসেম্বর ৭ ২০২৩
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় মা-সমাবেশ ও জনসচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সিংড়ায় মা-সমাবেশ ও জনসচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
সিংড়ায় মা- সমাবেশ ও জনসচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সমাবেশে সচেতনতা মূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, উপস্থিত ছিলেন সিংড়া সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব সাজ্জাদ হোসেন, সিংড়া থানার এএস আই পবিত্র কুমার চৌধুরী, চামারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, প্রতিষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ, মা সমাবেশে সভাপতিত্ব করেন, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।

উপস্থিত বক্তারা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ট শিক্ষক মা। আমরা মায়ের কাছে থেকেই শিক্ষা গ্রহণ করে থাকি। একজন মা’ই বুঝতে পারেন তার সন্তানের সমস্যা, সম্ভাবনা। সন্তান যেন অসৎ পথ অবলম্বন করতে না পারে সেজন্য অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সভায় সকলকে মাথা কাটা গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

আরও দেখুন

বাগাতিপাড়া জেলার প্রথম ক্যাশলেস উপজেলা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়া উপজেলার সকল সরকারি দপ্তরকে প্রশাসনিকভাবে জেলার প্রথম ক্যাশলেস উপজেলা হিসেবে ঘোষণা …