নিজস্ব প্রতিবেদক, সিংড়া
“মাদক থেকে দূরে থাকি সুস্থ ও সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে সিংড়ায় মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ বিরোধী ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহমত ইকবাল অনার্স কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রাজশাহী জাফরুল্যাহ কাজল, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহম্মদ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ। সমাবেশে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত হয় শপথ পরিচালনা করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এছাড়াও বাল্যবিয়ে এবং জঙ্গিবাদবিরোধী শপথ গ্রহণ করা হয়।
আরও দেখুন
নাটোরে বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট মামলায় খালাস দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের নলডাঙ্গা রামশা কাজীপুরে ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারী ১৮টি বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট …