বৃহস্পতিবার , অক্টোবর ১০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় বিয়ে করতে রাজি না হওয়ায় তরুণীর আত্মহত্যা

সিংড়ায় বিয়ে করতে রাজি না হওয়ায় তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক,সিংড়া
নাটোরের সিংড়ায় বিয়ে করতে রাজি না হওয়ায় আম্বিয়া খাতুন সুইটি ( ১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে । সে উপজেলার পুঠিমারী গ্রামের আমিনুল হকের কন্যা

এলাকাবাসী জানায়, প্রতিবেশী করিমের পুত্র হুসাইনের সাথে সুইটির দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল । সম্প্রতি দু’জন বাড়ি থেকে পালিয়ে যায় যায় বিয়ে করার জন্যে। কিন্তু, ছেলের পরিবার বিষয়টি মেনে না নেয়ায় বিয়ে হয়নি। তারপরেও দু’জন পরস্পর অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। সুইটি বারবার চাপ দিয়েও ছেলে বিয়েতে রাজি না হওয়ায় এ নিয়ে দু’জনের মধ্য মনোমালিন্য চলছিলো।

রবিবার রাত ১০ টার দিকে বাড়ির সবাই খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়লে সুইটি ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে। সকালে সুইটির বাবা ডাকা-ডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সুইটির ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঘটনাটি মৌখিক ভাবে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও দেখুন

মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক….. নাটোরে পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। …