রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, গত ১৫দিন আগে মৎস্য চাষী সিদ্দিক তাঁর পুকুরে ২৫ কেজী রেনু ছাড়ছিলো। দীর্ঘদিন থেকে সে বিভিন্ন পুকুর আবাদ করে আসছে। 

মৎস্যচাষী সিদ্দিক জানান, রবিবার রাত ৯ টার দিকে তার কামলা ইসরাফিল পুকুরে এসে দেখে পোনা ভেসে উঠছে। তিনি আরো জানান, এই পুকুরে সে ৬ বছর থেকে আবাদ করে আসছি। ১৫ দিন আগে দেশি টেংরা ও গোলসা মাছের রেনু ছাড়ছিলাম,  সোমবার সকালে পোনা মাছ বিভিন্ন পুকুরে নিয়ে অবমুক্ত করার কথা ছিলো, কিন্তু রাতেই গ্যাস ট্যবলেট দেয়ায় সব পোনা মারা গেছে।

এ বিষয়ে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিষয়টি মৌখিক ভাবে জানিয়েছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …