নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় নাগর নদীতে দমদমা এলাকায় ব্রিজের সাথে ধাক্কা লেগে নৌকা থেকে মাহফুজ (৩০) নামে একজন মাঝি নদীতে পড়ে মৃত্যু বরণ করে। সে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের সারদানগর গ্রামের আবুল প্রামানিকের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৫ টার দিকে সিংড়া ফেরিঘাট এলাকা হতে একটি নৌকা যাত্রীসহ পতিসরের দিকে যাচ্ছিলো। এসময় হাঁসপুকুরিয়া এলাকায় পৌঁছলে মাঝির অসাবধানতার কারণেই ব্রিজের সাথে ধাক্কা লেগে পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ডুবুরী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে ঘন্টা খানেকের চেষ্টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
আরও দেখুন
নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩
নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …