নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রেজাউল করিম বকুল. (৪৫ ) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জোলার বাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম বকুল বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা দাদ মানিকা গ্রামের মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানায় রেজাউল করিম বকুল তার গ্রামের বাড়ি রনবাঘা দাদমানিকা থেকে মোটরসাইকেলযোগে সিংড়ায় ফিরছিলেন। ফেরার পথে তিনি উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত বগুড়ার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাক এবং এর ড্রাইভার হেলপার কে পুলিশ আটক করতে পারেনি।
আরও দেখুন
সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …