নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় পৌর এলাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে। পৌর এলাকার অলি গলি কোথাও তিল ধারণের ঠাঁই নাই। নয় বছর পর আজ ১৭ নভেম্বর বুধবার সিংড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলন উপলক্ষে ভীড় এড়াতে সকাল থেকেই পৌর শহরে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা ভ্যান রিকশা ট্রাক বাস ট্রাকটরে করে কোর্ট মাঠ চত্বরে জড়ো হতে থাকে। তাদের বহনকারী সকল যানবাহন শহরের বাইরে রেখে পায়ে হেঁটে বাদ্য বাজিয়ে মিছিল সহকারে সম্মেলন স্থলে উপস্থিত হন। উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সকলের মাঝে উৎসব লক্ষ্য করা গেলেও সাধারণ জনগণ পড়েন চরম ভোগান্তিতে। রিকশা ভ্যান না পেয়ে তাদের পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে। শহরের হোটেল গুলোতে দেখা যায় খাবার সংকট।
আরও দেখুন
রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ
নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …