রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

সিংড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়ায় এক গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে প্রতিবেশি যুবক রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার ছোট চৌগ্রামে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে। অভিযুক্ত ধর্ষক ছোট চৌগ্রামের মৃত ফজলু বিশ্বাসের ছেলে।  

ধর্ষিতার স্বামী বলেন, প্রতিদিনের ন্যায় তিনি রাত ১টার দিকে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। এই সুযোগে প্রতিবেশি বখাটে যুবক রবিউল ইসলাম তার বাড়ির রেলিং দিয়ে ঘরে ঢুকে বৈদ্যুতিক আলো বন্ধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। সকালে বিষয়টি এক প্রতিবেশির কাছে গিয়ে আমার স্ত্রী (ধর্ষিত নারী) জানালে তাদের পরামর্শ ও সহযোগিতায় থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ওই ইউনিয়নে নারী নির্যাতন ও ধর্ষণের বিষয়ে আইনশৃংখলা মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। তারা এলাকায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছেন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষণের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষিতা নারীর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও দেখুন

লালপুরে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক লালপুর……..ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী বনলতা এক্সপ্রেসট্রেনের ধাক্কায় নাটোর লালপুরে রমজান(৩২)নামের এক …