রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ঔষধ কোম্পানি প্রতিনিধিদের ৫ দফা দাবিতে মানববন্ধন

সিংড়ায় ঔষধ কোম্পানি প্রতিনিধিদের ৫ দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই স্লোগান নিয়ে নাটোরে ঔষুধ কোম্পানি প্রতিনিধিদের চাকরি সুনির্দিষ্ট নীতিমালা সহ ৫দফা দাবি আদায়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন(ফারিয়া) নাটোর জেলার সিংড়া শাখা মানববন্ধন করেছে।

শনিবার সকালে সিংড়া উপজেলা চত্বরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) আয়োজনে এই মানববন্ধনে অংশ নেয় সিংড়া উপজেলার প্রায় শতাধিক রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সভাপতি জিয়াউল হক রুমি , সাধারণ সম্পাদক হুমাউন রশিদ,যুগ্ম সম্পাদক তপন কুমার সরকার প্রমুখ ।

৫দফা দাবি ১. সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ। ২. বর্তমান মূল্যস্থিতির সাথে সামজস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান। ৩. চাকরি নিরাপত্তা ও নিশ্চিয়তা বিধান সহ একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রণায়ন। ৪. বাংলাদেশ ফারিয়াকে সরকার কতৃক সীকৃতি প্রদান। ৫. সাপ্তাহিক ছুটি সহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …