শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সিংড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
“আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন” এই প্রতিপাদ্য নিয়ে সিংড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত। এই উপলক্ষে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। ফলে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, এমপি। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট অহিদুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে আদিবাসী জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আরও দেখুন

সিংড়ায় ইটভাটায় জলা দখল! জলাবদ্ধতার

শিকার ৫শ একর জমি নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় শেরকোল ইউনিয়নের ৫ টি গ্রামের ৫ শ …