বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সালিশে হামলা ও আ’লীগ নেতার হুম কিবড়াইগ্রামে ১০ দিন ধরে বাড়ি ছাড়া ব্যবসায়ীর পরিবার

সালিশে হামলা ও আ’লীগ নেতার হুম কিবড়াইগ্রামে ১০ দিন ধরে বাড়ি ছাড়া ব্যবসায়ীর পরিবার


নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর নওপাড়া গ্রামে স্থানীয় আওয়ামীলীগ নেতার হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন আব্দুর রশিদ মুন্সী (৬৫) নামে বিএনপি সমর্থক এক ব্যবসায়ী ও তার স্বজনরা। জীবনের নিরাপত্তা না থাকায় গত ১০ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন তারা। বাড়িতে না থাকায় উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে তাদের মুদিখানা দোকানটি বন্ধ রয়েছে, এটিও তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন। বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবী করেন ওই ব্যবসায়ী ও তার সন্তানরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ব্যবসায়ীর ছোট ছেলে শফিকুল ইসলাম। এ সময় ব্যবসায়ী আব্দুর রশিদ মুন্সী, তার বড় ছেলে রফিকুল ইসলাম ও নাতি বাঁধন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য সুত্রে জানা যায়, জোয়াড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম ব্যবসায়ী আব্দুর রশিদের তিন শতাংশ ভিটাজমি জবরদখল করে রেখেছেন। ইতিপূর্বে তিনি জেলা আ’লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আসাদুজ্জামানের উপস্থিতিতে ওই জমিতে ঘর তোলার চেষ্টা করেন। গত ১৯ নভেম্বর এ নিয়ে সালিশ বসলে শহীদুল ও তার লোকজন আব্দুর রশিদ মুন্সীর লোকজনের উপর অতর্কিত হামলা করে। এতে তাদের পাঁচজন আহত হন। এরপর থেকে জীবনের নিরাপত্তার অভাব ও শহীদুল ইসলামের হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। উপার্জনের একমাত্র অবলম্বন মুদিখানা দোকানটি বন্ধ থাকায় কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় জীবনের নিরাপত্তাসহ ব্যবসা প্রতিষ্ঠানটি খোলার পরিবেশ তৈরির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। 

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …