নীড় পাতা / জাতীয় / সরকার কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলেছে

সরকার কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলেছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলেছে। একজন শিক্ষককে সময়মতো ক্লাসে এসে পাঠদান করাতে হবে। তবেই একজন ছাত্র মানুষ হয়ে প্রতিষ্ঠিত হবে।
গতকাল শনিবার দুপুরে রাজশাহীর চারঘাটের মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বাঘা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন। উপাধ্যক্ষ ওয়াহেদ সাদীক কবিরের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি শফিকুর রহমান বাদশা। বিশেষ অতিথি ছিলেন সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।
এর আগে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …