পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার কারিগরি
শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলেছে। একজন শিক্ষককে সময়মতো ক্লাসে এসে
পাঠদান করাতে হবে। তবেই একজন ছাত্র মানুষ হয়ে প্রতিষ্ঠিত হবে।
গতকাল শনিবার দুপুরে রাজশাহীর চারঘাটের মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ
মাঠে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বাঘা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন। উপাধ্যক্ষ ওয়াহেদ
সাদীক কবিরের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির
রাজশাহী জেলা শাখার সভাপতি শফিকুর রহমান বাদশা। বিশেষ অতিথি ছিলেন সম্পাদক
অধ্যক্ষ রাজকুমার সরকার, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা,
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।
এর আগে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আরও দেখুন
সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …