নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ঈশ^রদীতে উপজেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদক ছাড়াই নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, প্রচার সম্পাদক হাসান আলী, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ইলিয়াস আলী এলবাস, মনিরুল ইসলাম সাবু, ডাঃ নুরুল ইসলাম, আনছার আলী, আশিকুর রহমান লুলু, মনতাজুর রহমান, রবিবউল ইসলাম রবি, আনারুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ শামসুদ্দোহা পিপ্পু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জুয়েল হোসেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি আউয়াল কবির প্রমূখ নেতৃবৃন্দ।
বিকাল ৫টায় শহরের উপজেলা রোড়স্থ গ্রীণ জুয়েলস কিন্ডার গার্টেনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, উপজেলা ও পৌর বিএনপি’র সভাপতি ও সম্পাদক দলীয় শোকজ ও রাষ্ট্রীয় মামলায় কারাগারে।
আরও দেখুন
নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে …