রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের দ্বিতীয় শাখার উদ্বোধন

সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের দ্বিতীয় শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা এগারটার দিকে শহরের নিচাবাজার এলাকায় দ্বিতীয় শাখার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি এবং সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সত্ত্বাধিকারী আব্দুল আওয়াল রাজা।

আব্দুল আওয়াল রাজা জানান, সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার আধুনিক যন্ত্রপাতি দিয়ে রোগ নির্ণয় করতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। রোগীর সর্বোত্তম সেবা প্রদান করার কারণে মানুষের আস্থা তৈরী হয়েছে। বাড়তি ভিড় সামাল দিতেই দ্বিতীয় শাখার উদ্বোধন করা হলো।

আরও দেখুন

সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুকুরের পাড় থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার …