শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / আবহাওয়া / শৈত্যপ্রবাহে লালপুরের জনজীবন বিপর্যস্ত

শৈত্যপ্রবাহে লালপুরের জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
দেশের সবচেয়ে কম বৃষ্টিপাতের এলাকা নাটোরের লালপুরে চলা শৈত্যপ্রবাহে জনজীবন অচল হয়ে পড়ে। শনিবার ২১ ডিসেম্বর ভোরের থেকে কুয়াশায় রাস্তাঘাটে অন্ধকার নেমে আসে। দিনের বেলাও গণপরিবহনসহ ট্রেনগুলোকে আলো জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। প্রতিকূল আবহাওয়ায় শিশু ও বৃদ্ধরা কষ্টের মুখে পড়েন। শ্বাসকষ্টসহ ডায়রিয়া, জ্বর, সর্দি কাশির মতো সমস্যা বেড়ে যায়। বার্ষিক পরীক্ষা শেষ হলেও বিভিন্ন প্রতিযোগিতামূলক বৃত্তিতে এই আবহাওয়ায় শিক্ষার্থীরা অংশ নিতে দুর্ভোগে পড়ে।

প্রতিকূল আবহাওয়ায় করণীয় জানতে ডাঃ ফারজানা ইসলাম বিভা বলেন, সব বয়সীদের এসময় অবশ্যই গরম কাপড় ব্যবহার করতে হবে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ঘর গরম রাখতে হবে এবং তাদের বাইরে বের না হওয়ায় ভালো। আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ফরমান আলী জানান, শৈত্যপ্রবাহ আজ রাতে আরো তীব্র আকার ধারণ করতে পারে এবং আগামী কালও সূর্যের মুখ দেখা যাবে না।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …