শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শেখ হাসিনা ১৬ কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন -প্রতিমন্ত্রী পলক

শেখ হাসিনা ১৬ কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন -প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, অপপ্রচার চালিয়ে সরকারকে বারবার বেকায়দায় ফেলানোর ষড়যন্ত্র চলছে। সাইদী কে চাঁদে দেখা গেছে গুজব ছড়িয়ে সারাদেশে নির্মমতা করা হয়েছে। ভোলায় মিথ্যা অপপ্রচার করে চারজন নিরীহ মানুষকে নিহত হলো। সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার বিকেলে কলম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথ বলেন।

এসময় প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। জীবনের ঝূকি নিয়ে ১৬ কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছেন। ৩৮ কোটি বই বিনামূল্য প্রতি বছর পৌছে দেয়া হচ্ছে। তরুনদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে ৮ হাজার কম্পিউটার ল্যাব স্থাপন করে দিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে। সন্ত্রাস ও জঙ্গীবাদের কারনে অনেক রাষ্ট্র নিংশেষ হয়ে গেছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত করার লক্ষে কাজ করছেন। তিনি দলের মধ্য থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। যা সর্ব মহলে প্রসংশিত হয়েছে। 

সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …