শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / “শুধু পুঁথিগত বিদ্যা নয়, ভালো মানুষ হতে হবে” -সিতাংসু কুমার সুর

“শুধু পুঁথিগত বিদ্যা নয়, ভালো মানুষ হতে হবে” -সিতাংসু কুমার সুর

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
বর্তমান সরকার নারী বান্ধব সরকার” মাননীয় প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে । ইভটিজিং প্রতিরোধ দলবন্ধ হয়ে তোমরা প্রতিবাদ করবে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, ভালো মানুষ হতে হবে। এজন্য শিক্ষকদের মানসম্মত শিক্ষা দিতে হবে আর অভিভাবকদের ছেলে ও মেয়েদের প্রতি লক্ষ্য রাখতে হবে।

রবিবার সকালে নাটোরের লালপুর হাকিমুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও দূর্নীতি প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিপুটি গভর্নর সিতাংসু কুমার সুর চৌধুরী এসব কথা বলেন।

নাটোর জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুর রউফ সরকারে সভাপতিত্বে অনুষ্ঠানে আনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাকিব হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক জহুর আহম্মদ প্রমুখ।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …