বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নাটোরে ভারতীয় সহকারী হাইকমিশনার এবং ডিআইজি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নাটোরে ভারতীয় সহকারী হাইকমিশনার এবং ডিআইজি

নিজস্ব প্রতিবেদক:নাটোরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার।  রবিবার রাত আটটার দিকে তাঁরা এক সঙ্গে কান্দিভিটা এলাকার অন্নপূর্ণা সংঘের পূজা মন্দির পরিদর্শনে যান। সেখানে তাদের ফুলেল শুভেচ্ছা জানান নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও অন্নপূর্ণা সংঘের সভাপতি এডভোকেট প্রসাদ তালুকদার।

এ সময় তাদের সঙ্গে ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের নেতা শ্যামসুন্দর আগরওয়ালা প্রমূখ। ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি এবং ডিআইজি একেএম হাফিজ আক্তার পূজায় এমন সুন্দর সুশৃঙ্খল আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।  পরে তারা শহরের অন্যান্য মন্দিরগুলোও ঘুরে দেখেন এবং কুশল বিনিময় করেন।

আরও দেখুন

লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *