বৃহস্পতিবার , মার্চ ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ২ টি ইউপিতে উপ- নির্বাচন আগামীকাল

লালপুরে ২ টি ইউপিতে উপ- নির্বাচন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, লালপুর
লালপুরের ৪ নং আরবাব ও ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবাব ইউপি চেয়ারম্যান ইসহাক আলী গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান নির্বাচিত হওয়ায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

চেয়ারম্যান পদে ৪ জন যথাক্রমে ইমদুল হক (নৌকা), গোলাম মোস্তফা (আনারস) ও আশরাফুল ইসলাম ঝন্টু, (মোটরসাইকেল) ও আফজালুর রহমান (ঘোড়া) অংশগ্রহণ করেছেন। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন অফিসসূত্রে জানা যায়, উপজেলার ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. লিয়াকত আলী মৃত্যুবরণ করায় ওই পদটি শূন্য হয়। নির্বাচনে মোরগ প্রতীকে বিলকিস বানু, ফুটবল প্রতীকে মো. জাহাঙ্গীর হোসেন, টিউবয়েল প্রতীকে শাহাদুল ইসলাম ও তালা প্রতীকে সুরুজ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

আরও দেখুন

যে কারণে নাটোরে বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি থেকে ৫ জনের নাম প্রত্যাহার করায় নাটোর বগুড়া মহাসড়ক …