নিজস্ব প্রতিবেদক, লালপুর
লালপুর উপজেলা শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত, রুম টু রিড বাংলাদেশ নাটোর অফিস এর সহযোগীতায় লালপুর উপজেলার ৪০ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেনীকক্ষ পাঠাগার উদ্বোধন করলেন লালপুর – বাগাতিপাড়ার সাংসদ শহিদুল ইসলাম বকুল।শিক্ষা অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বান‚ন দ্যুতি। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন রুম টু রিড নাটোর অফসের ফ্লিড ম্যানেজার জয়নাল আবেদীন,ম্যানেজার এ্যাডমিনিষ্ট্রেশন মুজিবর রহমান,প্রোগ্রাম অফিসার ইমতিয়াজ শহিদ। সঞ্চালনা করেন লিটারেসী প্রোগ্রাম অফিসার হাবিবা খাতুন।
আরও দেখুন
মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
নিজস্ব প্রতিবেদক….. নাটোরে পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। …