মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে শ্রী সুন্দরী স্কুল এন্ড কলেজের সার্ধশত বর্ষপূর্তি উৎসব

লালপুরে শ্রী সুন্দরী স্কুল এন্ড কলেজের সার্ধশত বর্ষপূর্তি উৎসব

নাহিদ হোসেন, লালপুরঃ
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড বি এম কলেজের সার্ধশত (১৫০) বছর উৎসব অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপি অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পতাকা উত্তোলন ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নামের তালিকার ফলক উন্মোচন, পায়রা অবমুক্ত করণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে সার্ধশত বছর উদযাপন কমিটির আহবায়ক ও লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীক পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা জজ তাহামউল্লাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, সুপ্রিম কোর্টের এ্যাডঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার, শহীদ মমতাজ উদ্দীনের পুত্র শামীম আহম্মেদ সাগর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহামুদুল হক মুকুল সহ প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

আরও দেখুন

শহীদ বুদ্ধি জীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে

লালপুরে প্রশাসনের প্রস্তুতি সভা নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,শহীদ বুদ্ধি জীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে …