শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরে রেল লাইনে ফাটল 

লালপুরে রেল লাইনে ফাটল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,, নাটোরের লালপুরে আজিমনগর স্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী নর্থ বেঙ্গল সুগার মিলস সংলগ্ন বিহারীপাড়া রেলগেটের অদূরে ডাউন রেল লাইনে ভাঙন দেখা গেছে।  বৃহস্পতিবার সকালে রেলওয়ের কর্মীরা প্রতিদিনের ন্যায় লাইন পরিদর্শনে গিয়ে লাইন ভাঙা দেখতে পান।   আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার আরিফুল ইসলাম জানান, আজ সকাল সাতটার দিকে রেল কর্মীদের মাধ্যমে রেলওয়ে লাইনে ভাঙ্গা খবর পেয়ে দ্রুত গতিতে সেখানে কর্মীদের পাঠানো হয়।  তবে ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।পরে ওই লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। ইতিমধ্যে লাইন মেরামত কাজ শুরু করেছে রেলওয়ের কর্মীরা।রেলের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান,এটি অস্বাভাবিক কোন ঘটনা নয়। কিছুটা পুরাতন লাইন হলে এ ধরনের ঘটনা ঘটে। অনেক সময় স্লিপার এর নিচে থেকে মাটি বা পাথর সরে গেলেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি করে এগুলো মেরামত করে থাকেন।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …