বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

লালপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, লালপুর
মানসম্মত শিক্ষা নিশ্চতকরণের লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নাটোর জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠত হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্বে উপজেলা প্রশানের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলার জেলা প্রশাসক শাহ্ রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, মহিলা ভাইস চেয়ারম্যন, জেলা প্রথমিক শিক্ষা অফসার এরশাদ উদ্দিন আহম্মদ, সহকারী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি সাদিয়া আফরিন, আব্দুলপুর সরকারী কলেজের অধ্যক্ষ নুর কুতুবুল আম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফসার আশরাফ হোসেন, শিক্ষা অফিসার কেএম নজরুল ইসলাম, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, রায়পুর আলিম মাদ্রসার সুপার আব্দুল করিম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরল ইসলাম, লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী প্রমূখ।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …