বৃহস্পতিবার , মার্চ ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে মাইক্রোবাস ও বাইসাইকেল সংঘর্ষে নিহত-১, আহত-১

লালপুরে মাইক্রোবাস ও বাইসাইকেল সংঘর্ষে নিহত-১, আহত-১

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া-লালপুর সড়কে মাইক্রোবাস ও বাইসাইকেল সংঘর্ষে বিমল কুমার শর্মা (৩৫) নামের এক কাঠ মিস্ত্রী নিহত হয়েছেন ও অমৃত (২৫) নামের এক কাঠ মিস্ত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৫৫ মিনিটের দিকে ওয়ালিয়া-লালপুর সড়কের দিয়াড়পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত বিমল কুমার শর্মা উপজেলার ওয়ালিয়া ইউপির ফুলবাড়ী গ্রামের মৃত হরেন শর্মা এর ছেলে ও আহত অমৃত একই এলাকার প্রেমার ছেলে। তারা দুইজনই পেশায় কাঠ মিস্ত্রী। এলাকাবাসী জানায়, গোপালপুর থেকে কাজ শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দিয়াড়পাড়া নাম স্থনে পৌঁছালে ঢাকা মেট্রো চ ৫৩৪৯৩২ নামের সাদা রংএর একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে বাইসাকেল চালক বিমল ঘটনাস্থলেই নিহত হয় এবং অমৃত আহত হয়। পরে স্থানীয়রা এসে আহত অমৃত কে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ঘাতক মাইক্রোবাসের চালকসহ সবাই পালাতক। এ ব্যাপারে ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

যে কারণে নাটোরে বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি থেকে ৫ জনের নাম প্রত্যাহার করায় নাটোর বগুড়া মহাসড়ক …