শুক্রবার , অক্টোবর ১৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে ভেজাল গুড় কারখানায় ২ লক্ষ টাকা জরিমানা

লালপুরে ভেজাল গুড় কারখানায় ২ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউপির হাসিমপুর গ্রামে ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে শ্রী সুমন নামের এক গুড় ব্যবসায়ী কে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুাতির ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল গুড় তৈরী কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী কারখানা মালিক সুমন কে দুইলক্ষ টাকা জরিমানা করা হয় এবং আট বস্তা চিনি জব্দ করা হয়। এসময় র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

রাসিকের স্বাস্থ্য বিভাগকে দুটি কম্পিউটার 

হস্তান্তর করল রেডক্রিসেন্ট নিজস্ব প্রতিবেদক রাজশাহী……..ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য সংরক্ষণে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য …