নিজস্ব প্রতিবেদক
বিএনপির উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য মরহুম ফজলুর রহমান পটলের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির এবং সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানাযায়, লালপুরের গৌরীপুরে বাদ যোহর লালপুর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুন্নাহার শিরিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, সদস্য সচিব রহিম নেওয়াজ, গোপালপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন কচি, লালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমূখ। এছাড়াও লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির, যুবদল, ছাত্রদল ও সগযোগী সংগঠনের নেতা-কর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । শুরুতে নেতৃবৃন্দ মরহুম ফজলুর রহমান পটলের কবরে পুষ্পস্তবক অর্পন ও কবর জিয়ারত করেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
নাটোরে ৬ সনাতন পরিবারে ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,, নাটোর শহরে ৬টি সনাতন পরিবারে ডাকাতি ও লুটের ঘটনা ঘটেছে।দুর্বৃত্তরা এসব পরিবারের সদস্যদের …