নিজস্ব প্রতিবেদক, লালপুর
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কণ্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্ম দিন উদযাপন উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে । শনিবার বিকেলে লালপুর উপজেলা পরিষদের মিলাতয়াতনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নাটোর জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি,নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আ,স,ম মাহামুদুল হক মুকুল, এ্যাডঃ আলাউদ্দিন আলাল,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার র্দীঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয় ।
আরও দেখুন
সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুকুরের পাড় থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার …