নিজস্ব প্রতিবেদক,লালপুর: ” অভিগম্য আগামীর পথে ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় এর আয়োজনে র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থিক সহয়তা প্রদানের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে । বৃহস্পতিবার সকালে এই উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালিটি লালপুর- বনপাড়া সড়ক প্রদিক্ষন করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয় । পরে উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থিক সহয়তা প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি, উপজেলা অওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, পারভিন আক্তার বানু, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ । অনুষ্ঠানে উপজেলার ৬০ জন প্রতিবন্ধীর মাঝে ১ হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদান করা হয় ।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …