সোমবার , জানুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে জেলেদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

লালপুরে জেলেদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুরে মা ইলিশ সংরক্ষণ ও আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ এবং জরুরী স্বাস্থ্য বার্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত চাউল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ঈশ্বরদী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, লালপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমুখ।

অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার লালপুর ইউনিয়ন, ঈশ্বরদী ইউনিয়ন, আড়বাব ইউনিয়ন, বিলমাড়িয়া ইউনিয়নের মোট ৫০০ জন জেলের মাঝে এ চাউল বিতরণ করা হয়।

আরও দেখুন

আমরা ক্ষমতায় থাকতে নাটোর বাসীর সকল দাবি পূরণ করেছি -দুলু

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস …