নিজস্ব প্রতিবেদক, লালপুর
আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ উদযাপন উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, লালপুর-বনপাড়া সড়ক প্রদিক্ষণ করে আবার উপজেলা চত্বরে এসে র্যালিটি শেষ হয় । পরে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল । এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,কৃষক কামরুজ্জামান লাভলু প্রমুখ ।
আরও দেখুন
সাপন্থীরে নিষিদ্ধের দাবিতে লালপুরে মানব বন্ধন ও প্রতিবা সভা
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,টঙ্গী ইজতেমা ময়ানে বিনা কারণে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগের সাথীরে উপর নৃশংস হত্যাযজ্ঞ, হামলা …