রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

লালপুরে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক. লালপুর
নাটোরের লালপুরে উড়নায় ফাঁস দিয়ে খুশি (১৪) নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার সকালে উপজেলার বৈধ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে । সে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আকবর হোসেনের কণ্যা । খুশি, ঠাকুর বাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, সোমবার সকালে বাড়ী থেকে স্কুলের মাষ্টারের নিকট প্রাইভেট পড়তে যায় । সকাল ১১ টার দিকে বাড়ীতে ফিরে এসে সে ঘরের দরজা লাগিয়ে উড়না দিয়ে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেয় । তার পরিবারের সদস্যরা দেখে চিৎকার করতে থাকে, চিৎকার শুনে এলাকার লোকজন এসে খুশিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে একটি বে-সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । পরে পুলিশ খুশির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

এবিষয়ে লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । তিনি আরো বলেন ময়না তদন্ত রিপোর্ট পেলে এই হত্যা কান্ডের রহস্য জানা যাবে ।

আরও দেখুন

সিংড়ায় ঝড়ে ভেঙ্গে পড়লো শতবর্ষী বৃক্ষ মানিক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের শতবর্ষী গাছ বৃক্ষ মানিক আকর্ষিকঝড়ে ভেঙ্গে পড়েছে। শতবর্ষী এই …