শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধ সভা

লালপুরে ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধ সভা

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
রবিবার (১৭ নভেম্বর) লালপুর উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা সিতাংশু কুমার সুর চৌধুরী। বক্তব্য রাখেন ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মাষ্টার, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাকিব হোসেন, নাটোর পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক জহুর আহম্মেদ প্রমুখ।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য-সদেস্যা, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …