নিজস্ব প্রতিবেদক, লালপুর
লালপুরের বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। শনিবার সকালে উপজেলার চংধূপইল ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে যান। এসময়ের তার সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসহাক আলী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে এবং মন্দির কমিটির কাছে অনুরোধ করেন যাতে তাদের যেকোনো সমস্যা হলে তাকে সঙ্গে সঙ্গে অবহিত করা হয়। তিনি বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার, উৎসব সবার। এই সার্বজনীন উৎসবকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে বকুল এমপি তার বক্তব্য পেশ করেন।
আরও দেখুন
বড়াইগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সরকার বাড়ি চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামের গোপালপুর সূর্য তরুণ সংঘ আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাবিব …