রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ‘লাইসেন্স বিহীন ও ভেজাল কারখানা বন্ধ করা হবে’ -গুরুদাসপুরের এসি (ল্যাণ্ড)

‘লাইসেন্স বিহীন ও ভেজাল কারখানা বন্ধ করা হবে’ -গুরুদাসপুরের এসি (ল্যাণ্ড)

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
চলছে শরৎকাল। বছর ঘুরে আবারোও চালু হচ্ছে গুড়ের কারখানা। আগাম সতর্কবার্তা নিয়ে নাটোরের গুরুদাসপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান।

বুধবার সকালে উপজেলার কয়েকটি গুড়ের কারখানায় এই অভিযান চালানো হয় ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান সকল কারখানা মালিকদের উদ্দেশ্যে বলেন, যে কোন সময় যে কোন মুহুর্তে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করবো। যাদের কারখানায় ভেজাল পণ্য পাওয়া যাবে তাদের কারখানা একবারে বন্ধ করে দেওয়া হবে এবং প্রত্যেকটা কারখানার লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স বিহীন কোন কারখানা এবং কোন পন্য বাজারজাত হবে না।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …