বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / রোকেয়া দিবসে নাটোরে মাকসুদা রহমানসহ পাঁচ নারী পেলো জয়িতা সম্মাননা

রোকেয়া দিবসে নাটোরে মাকসুদা রহমানসহ পাঁচ নারী পেলো জয়িতা সম্মাননা

নিজস্ব প্রতিবেদক:

নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ স্লোগান নিয়ে নাটোরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে । শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের ও জেলা প্রশাসনের আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠন ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ অংশগ্রহন করেন। এরপর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে মাকসুদা রহমানসহ পাঁচজন নারীকে নারী ক্ষমতায়ন প্রতিষ্ঠা ও নারী নির্যাতন প্রতিরোধে ভূমিকা রাখায় পাঁচজন কে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন আরিফা আউয়াল, মাকসুদা রহমান, শামসুন্নাহার, রুপালি খাতুন এবং রাহেলা বেগম।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …