নীড় পাতা / আইন-আদালত / রেহেনা হত্যাকাণ্ড: নিহতের ভাইসহ তিন সন্দেহভাজন আটক

রেহেনা হত্যাকাণ্ড: নিহতের ভাইসহ তিন সন্দেহভাজন আটক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় রেহেনা বেগম হত্যাকান্ডের ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার জয়েন্তীপুর গ্রামের এসকেন আলীর ছেলে রিপন আলী(২৫), আব্দুল জলিল এর ছেলে রকিবুল ইসলাম(৩৩), মৃত ইউনুস আলীর ছেলে ও নিহতের ছোট ভাই শামিম হোসেন (৪৪)।

শনিবার রাতে তাদের নিজবাড়ি থেকে আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। এ ঘটনায় নিহতের বড় ছেলে গোলাম কবির নান্নু বাদি হয়ে অজ্ঞাতনামার বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। তবে এ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে না পারলেও সন্দেহজনক তিনজনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজ্জাদ জানান, সন্দেহজনকভাবে আটককৃত তিন জনকে রবিবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানানো হয়। আদালত পরবর্তীতে শুনানি শেষে রিমান্ড আবেদনের রায় দিলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এস আই সাজ্জাদ।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …