সোমবার , এপ্রিল ২৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / ‘রেডিও বড়াল এফএম’ এর শ্রোতা সংঘ ও টিউনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘রেডিও বড়াল এফএম’ এর শ্রোতা সংঘ ও টিউনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় রেডিও বড়াল ৯৯.০ এফএম এর শ্রোতা সংঘ ও টিউনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিগরি খিদ্র মালঞ্চিতে রেডিও বড়ালের “শ্রোতাসংঘ গঠন ও টিউনিং ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়। জানা যায়, সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা এবং “রেডিও বড়াল” কার্যক্রম ও সম্প্রচার সম্পর্কে শ্রোতাসংঘের সদস্যদের সম্যক ধারনা প্রদান করেন টিউনিং ক্যাম্পেইনের কন্ট্রিবিউটর অর্গানাইজার মশিউর রহমান রাকিব, কন্ট্রিবিউটর অর্গানাইজার মাসুদ রানা।

তারা শ্রোতাসংঘ গঠন করতে ডায়াল করুনঃ +৮৮০১৭৫৭৭৬৬০৬৬ এই নাম্বারে এবং অনলাইনে রেডিও শুনতে ভিজিট করতে radioboral.fm ব্রাউজ করুন।

আরও দেখুন

চলনবিলে শুরু হয়েছে ধান কাটা ও

মাড়াইয়ের মহোৎসব নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শস্যভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরোধান কাটা। …