নীড় পাতা / উত্তরবঙ্গ / রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত বিদেশীর মৃত্যু

রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত বিদেশীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে হৃদরোগে আক্রান্ত হয়ে কর্মরত এক বিদেশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহীর একটি বেসরকারী হাসপাতালে বেলারুশের নাগরিক ইহার বেলাহু (৪৯) এর মৃত্যু ঘটে। রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান ‘ট্রেট রোশেম লিঃ’ এ মৃত ইহার বেলাহু উপ-পরিচালক পদে কর্মরত ছিলেন।

প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, সন্ধ্যার দিকে গ্রীণসিটিতে বুকে তীব্র ব্যাথা হলে তাঁকে রাজশাহীতে স্থানান্তরের জন্য ব্যবস্থা করা হয়। এসময় এ্যম্বুলেন্সে মূল ঠিকাদারী প্রতিষ্ঠান এটমষ্ট্রয় এক্সপোর্টের চিকিৎসক ডাঃ ফখরুল ইসলামও তাঁর সাথে ছিলেন। রাজশাহীতে বেসরকারী সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদীর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। লাশ ময়না তদন্ত এবং হিমাগারে সংরক্ষণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হযেছে । সংশ্লিষ্ঠ দূতাবাসের মাধ্যমে ইহার বেলাহুর মরদেহ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন।

আরও দেখুন

নাটোরে সোহাগ হত্যার প্রতিবাদে চাঁদাবাজি করিস না পিঠের চামড়া থাকবে না স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে সোহাগ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ …