শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত৩টি মামলায় ৯ হাজার টাকা অর্থদন্ড

রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত৩টি মামলায় ৯ হাজার টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। রবিবার (২৪ নভেম্বর) নগরীর নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত ব্যাটারী চালিত চার্জার রিক্সার লাইসেন্স নবায়ন ও বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩)  ধারা ও মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ২৪ (১) ধারায় ৩টি মামলা দায়ের করে ৩ জনের নিকট হতে ৯ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

রানীনগর এবং তালাইমারী বৌ বাজারে মরা গরুর মাংস বিক্রির দায়ে ১জন ব্যক্তিকে আটক করে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৫ দিন স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও সিএন্ডবি মোড় থেকে শিশু একাডেমির মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং আটককৃত মালামাল নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

অভিযানকালে সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান, রাসিকের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …