শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার 

পথে পথ অবরোধ করে মিলন চন্দ্র শীল (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে নগদ 

টাকাসহ ১৫ভরি স্বর্ণের গহনা এবং প্রায় ১০০ভরি চান্দির গহনা ছিনতাই 

করার অভিযোগ ওঠেছে।বুধবার সন্ধ্যায় উপজেলার ৭নং একডালা ইউনিয়নের স্থল এলাকায় এঘটনা ঘটে। 

ছিনতাইকারীদের মারধরে আহত মিলনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা 

হয়েছে। তিনি একডালা ইউনিয়নের স্থল গ্রামের শ্যামল চন্দ্র শীলের ছেলে। 

স্থানীয়রা বলছেন,অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার করায় এবং পুলিশি টহল না 

থাকার সুযোগে প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে।

মিলন চন্দ্র জানান.এলাকার পার্শ্ববর্তী সিংড়া উপজেলার  কালীগঞ্জ বাজারে তার চপলা জুয়েলার্স নামের স্বর্ণের দোকান 

রয়েছে। প্রতিদিন ব্যবসার কাজ শেষে দোকানের স্বর্ণ-চান্দিসহ টাকা পয়সা 

নিয়ে বাড়ীতে আসেন এবং পরের দিন সকালে যাবার সময় আবারো সেগুলো 

নিয়ে যান। প্রতিদিনের ন্যায় ব্যবসার কাজ শেষে বুধবার সন্ধ্যা অনুমান ৬টা 

নাগাদ মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে গ্রামের নিকটে পৌছলে 

৩/৪জন ছিনতাইকারী পথরোধ করে বেধরক মারধর করে ১৫ভরি স্বর্ণের গহনা এবং 

১০০ভরি চান্দির গহনা ও নগদ ৬০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে রাস্তা 

দিয়ে চলাচলের সময় লোকজন দেখতে পেয়ে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার 

করে। এর পর রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

স্থানীয়রা জানান, ৫আগষ্ট সরকার  পতনের পর ইউনিয়নের যাত্রাপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প 

প্রত্যাহার করার কারনে সেই থেকে এলাকায় পুলিশের কোন টহল নেই।এই 

সুযোগে এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই 

চলেছে। স্থানীয়রা বলছেন,গত এক সপ্তাহে এই এলাকায় রাস্তা অবরোধ করে বেশ 

কয়েকটি ছিনতাই এবং প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটেছে। এলাকার জন-

মানুষের নিরাপত্তার জন্য পুলিশি টহল জোরদার করতে দ্রুত অস্থায়ী পুলিশ ক্যাম্প 

চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ছিনতাইয়ের বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি জানিয়ে রাণীনগর 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,এলাকাবাসীর জন-

নিরাপত্তার স্বার্থে পুলিশ ক্যাম্প চালু করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের 

জানানো হয়েছে। আসা করছি খুব অল্প সময়ের মধ্যেই অস্থায়ী পুলিশ ক্যাম্প 

চালু হবে এবং পুলিশি টহল জোরদার করা হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …