বৃহস্পতিবার , অক্টোবর ৩১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে নিষিদ্ধ রিংজাল ভস্মিভূত

রাণীনগরে নিষিদ্ধ রিংজাল ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক: রাণীনগর: নওগাঁর রাণীনগরে খাল থেকে প্রায় ৬০০মিটার 

নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। রোববার 

দুপুরে উপজেলা সিনিয়র ম’স্য কর্মকর্তা অভিযান চালিয়ে জাল জব্দ করে 

ভস্মিভূত করেন।

ম’স্য কর্মকর্তা শিল্পী রায় জানান,উপজেলার গোনা ইউনিয়নের সাতানি 

পাড়াস্থ গোনা খালে নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল দিয়ে মাছ ধরা হচ্ছে,এমন 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় খাল থেকে 

৬০০মিটার রিংজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। দেশীয় মাছের সুরক্ষায় 

এঅভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন শিল্পী রায়।

আরও দেখুন

শেখ হাসিনা সাড়ে ১৫বছর ধরে দেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে-রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে লালপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত …